৩। স্মৃতিচারন: বাবার কাছ থেকে শুনেছিলাম..
আমার বাড়ি যেহেতু পিরোজপুর জেলায়, তৎকালীন ৯৬ এবং ২০০১ সালে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী হুজুর আমাদের আসনের ই দু’বার এমপি ছিলেন। আমার বাবা একজন ক্বারী মসজিদের ইমাম ছিলেন এবং তিনি ইসলামিক ফাউন্ডেশনে দীর্ঘ একটা সময় খেদমতে কাটিয়েছেন দেন পিরোজপুর জেলার ইমাম প্রশিক্ষণের দায়িত্বেও ছিলেন।
একদিন একটা প্রোগ্রামে আল্লামা সাঈদী হুজুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেই প্রোগ্রামে একটা প্রশ্ন উত্তর পর্ব ছিলো। আল্লামা সাঈদী হুজুর উপস্থিত সবার উদ্দেশ্যে একটা প্রশ্ন করলেন। কেউ সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছিলেন না তখনই আমার বাবা সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দাঁড়িয়ে যান এবং প্রশ্নের সঠিক উত্তর টা দেন। হুজুর খুশি হয়ে বাবাকে একটা বক্সে পুরস্কার গিফট করেন। বাবার সাথে দীর্ঘ একটা সময় হুজুরের সাথে কথা হয়েছিলো..❤️
সেই থেকে হুজুরের প্রতি বাবার শ্রদ্ধা ভালবাসা টা অনেক বেড়ে গেছিলো। বাবা মা তাঁর ওয়াজ প্রায়ই শুনতেন। গতকাল প্রিয় মানুষটার মৃত্যুর সংবাদ মাকে খুবই মর্মাহত করেছে..😥
আমার বাবা সাঈদী হুজুরের সেই উক্তিটি বিড়ালের মত ৫০০ বছর বেঁচে না থেকে সিংহের মত ১ঘন্টা বাঁচো। এই কথাটা আমাদের প্রায় ই বলতো।
আমি বাবাকে হারিয়েছি সেই ১৯ সালের রমজান মাসে, প্রিয় আল্লামা কে হারিয়ে ফেলেছি গতকালকে..😭
হে আল্লাহ তোমার এই প্রিয় বান্দাদের কে তোমার মেহমান হিসেবে জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস নসিব করিও..❤️
-মো: বায়েজিদ