আমি নাস্তিক্যবাদী চেতনায় ডুবে যাওয়ার পথে, সাঈদী সাহেবের একটি অডিও ক্যাসেট ফুফুর বাড়িতে গিয়ে শুনে ঈমানের বীজ রোপিত হয়, সময়টা ২০১১ জুন মাস। আমার মেমোরি কার্ড ব্যান্ড সংগীতে পূর্ণ ছিলো, কিন্তু তারপর থেকেই গান ডিলিট দিয়ে সাঈদী সাহেবের ওয়াজ মেমরি পূর্ণ হলো, দ্বীনের পথে চলতে লাগলাম, আমি উনাকে বাস্তবে দেখতে পারিনি, কারণ উনার ওয়াজের সাথে পরিচয় হওয়ার পর থেকে উনি জেলে বন্দি। কত আফসোস, কত দোয়া, কত মিছিল করেছি, উনি যাতে মুক্তি পান, কিন্তু উনি দুনিয়া থেকে আজ বিদায় নিয়েছেন। উনাকে বাস্তবে দেখতে পারিনি, এটা সবচেয়ে বড় আফসোস, আমার চক্ষু পিপাসার্ত থাকবে কিয়ামত পর্যন্ত। একদেশে থেকেও উনাকে জীবনের প্রথম বাস্তবে দেখা থেকে যাদের কারনে বঞ্চিত হলাম, তাদেরকে আল্লাহর নূহ নবীর প্লাবনের শাস্তির লাঞ্চনায় সোপর্দ করলাম। আল্লাহ যেনো আমি গুনাহগারকে, ক্ষমা করেন, জান্নাতে যেনো প্রিয় সাঈদী হুজুরকে দেখার সুযোগ করে দেন। আমি একদিন রাতে স্বপ্নে দেখেছি, সাঈদী হুজুরের সাথে আমি এপার হতে খেয়া নৌকায় ওপার যাচ্ছি, আমি আমার পরবর্তী জেনারেশন থেকে জেনারেশন যাতে উনার ওয়াজ শুনে দ্বীনের পথের সঠিক দিশা পায়, এটাই ওসিয়ত করে যাবো।
– জাফর ইকবাল চৌধুরী