আসসালামু আলাইকুম,
আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীকে নিয়ে লেখার মত যোগ্যতা আসলে আমার নাই।তিনি একজন আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি পাওয়া বিখ্যাত আলেম।আমি তাকে কখন ও নিজের চোখে দেখি নি খুব সম্ভবত আমার যখন বয়স সাড়ে ৮ কি ৯বছর তখন তাকে মিথ্যা অপবাদে জালেম সরকার কারাগারে বন্ধি করে রাখে।তবে আমি তার বিভিন্ন তাফসির মাহফিল শুনেছি আমার প্রাণ প্রিয় বক্তা ছিলেন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী। আমি তার লেখা বই পড়ছি “আমি কেনো জামায়েত ইসলামী করি”ঈমানের অগ্নি পরীক্ষা ” সূরা লুকমান এর একটা তাফসির শুনেছিলাম যেখানে অনেক অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।তার হাতে এতো মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন যা হয়ত গণনা করা হয়নি।তার জীবনী আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছে তার প্রত্যেক টা কথা মেনে চলার চেষ্টা করি ।আমি অনেক আগে থেকে তার সেই অনেক অনেক আগের তাফসির শুনি যা অনেক অনেক বছর আগের উনিশ শতকের।এমন একটা মানুষ কে হারিয়ে আসলে অনেক বেশি কষ্ট হয়।আমার সাথে তার কোনো রক্তের সম্পর্ক নেই না আছে আত্মীয়তার সম্পর্ক না আমরা একই জেলার মানুষ কিন্তু কুরআন এর বাণী পৌঁছানোর জন্য ইসলামের দাওয়াত দেওয়া জন্য হয়তো আল্লাহ তার প্রতি এত ভালোবাসা বাড়িয়ে দিয়েছেন। তার কুরআন এর দাওয়াত থেকে শুরু করে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সব কিছু দেখে আমি চিন্তা করেছি একটা বই লিখবো তাকে নিয়ে বইটার নাম দিলেছি “আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী” কিছু টা লিখেছি কিন্তু এইস এস সি পরীক্ষার জন্য এখন একটু অফ করে রাখছি পরীক্ষার পর যতদিন লাগুক আমি ঐটা শেষ করবো ইনশাআল্লাহ্।আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে আমাদের একজন আল্লামা সাঈদী ছিলো যাকে অন্যায় ভাবে জালেম সরকার শহীদ করে দিয়েছে। যিনি জালেম দের মাথা নত করেন নি শেষ পর্যন্ত ইসলামের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন।তিনি চেয়েছিলেন একটা ইসলামী রাষ্ট্র কায়েম করতে যেটা তিনি করে যেতে পারেন নি। আল্লামা সাঈদী ইসলামী রাষ্ট্র কায়েম করবে এটা জালেমরা বরদাস্ত করতে পারে নি বলেই তাকে বন্ধী করে রেখে দিয়েছিল।তাই আমি বলবো আমাদের তার এই রেখে যাওয়া না হওয়া কাজটি সম্পন্ন করা উচিত সবাই মিলে এক হতে হবে ইসলামিক রাষ্ট্র কায়েম করতে গেলে প্রাণ/জান মালের ভয় করলে চলবে না।সবাইকে এক হয়ে দরকার হলে জালেম দের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে।
আমাদের কি আমাদের নবীদের কথা মনে পড়ে না হজরত মুসা (আ)হজরত ইব্রাহিম (আ) হযরত ইউসুফ (আ) সর্বশেষ নবী হজরত মুহাম্মদ (সা) এবং তাদের সাহাবী দের কথা তারা কি করছে ইসলামের জন্য। আমরা কেনো প্রাণের মায়া করি?
সবাই এক হও মুসলমান জালেম দের বিরুদ্ধে রুখে দাঁড়াও!
ইসলামের জন্য যদি কিছু না করতে পারেন কাল কেয়ামতে কি জবাব দিবেন আল্লাহর কাছে ভেবে দেখছেন কখন ও ???
বাংলাদেশ জামায়েত ইসলাম কে ক্ষমতায় দেখতে চায় আমরা এবং তাদের দ্বারা ইসলামিক রাষ্ট্র কায়েম করতে চাই!!এটা হবে আল্লামা সাঈদীর না করে যাওয়া একটি অসম্পূর্ণ কাজ যেটা সম্পূর্ণ করতে হবেই ইনশাআল্লাহ!! আল্লামার জানাজায় যে লক্ষ মানুষ গুলো অংশ নিয়ে ছিল তাদের এক হয়ে মাঠে নামতে আহব্বান জানাচ্ছি।
এবং আল্লাহ সবাই কে ইসলামিক ভাবে জীবন যাপন করার তৌফিক দান করুন আমীন।
সর্বোপরি আমার/আমাদের প্রাণ প্রিয় আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীকে আল্লাহ তোমার নবীর করিম (সা) সাথে জান্নাতুল ফেরদাউস দান করেন আমীন
আমার এই কথা টা সারা বাংলাদেশ এর মানুষ এর কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে।
সাদিয়া আক্তার মিম, বাগেরহাট