আল্লামাকে কলিজা দিয়ে ভালোবাসি, আল্লামার মৃত্যুর খবর শোনার পর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি,শত চেষ্টা করেও চোখে ঘুম আসেনি, ঘুম জেতে পারিনি শুধুই অঝোরে চোখের পানি ঝরেছে। আল্লামাকে কেনো এত ভালোবাসি? কেননা আল্লামার আলোচনা, লেখনি, আমার জীবনে সফলতা অর্জন করতে সাহায্য করে। আল্লামার বাণীগুলো আমাকে কুরআন, হাদীস ও ইসলামের প্রতি ইসলামি আন্দোলনের প্রতি আকৃষ্ট করে এবং ইসলামের মর্মার্থ সহজে উপলব্ধি করতে সহায়তা করে। ঠিক সেরকমই তার বাণীগুলো যখন আমি অন্যকে দিয়ে থাকি তারাও ইসলামের প্রতি আকৃষ্ট হয়।ইসলামী আন্দোলনের দিকে আসতে থাকে।
এককথায় আল্লামার সম্পর্কে অনূভুতি প্রকাশ করে শেষ করা জাবেনা।আমার দেখা একজন সেরা মানুষ, সেরা রাহবার। এইভাবে শেষ করতে চাই-
আল্লামা, মুখটি তোমার ফুলের মতন।
চাঁদের মত হাসি।
আল কুরআনের জন্য তোমাই
খুবই ভালোবাসি।
হে আল্লাহ তুমি আমাদের প্রিয় রাহবার, প্রিয় আল্লামাকে জান্নাতুল ফেরদাউস মেহমান করিও।
আপনাদের করনীয় — আল্লামার জীবন, কর্ম নিয়ে একটি বই তৈরী করা।
– মো মাকসুদুর রহমান