উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, সাবেক মন্ত্রী, প্রখ্যাত বক্তা ও জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবুল কালাম মুহাম্মদ ইউসুফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী আমীর মাওলানা রফিকুল ইসলাম খান।
গতকাল সোমবার এক শোক বাণীতে তিনি বলেন, মরহুম মাওলানা আবুল কালাম ইউসুফ ছিলেন দক্ষিণ এশিয়ার বরেণ্য আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুলেখক, গবেষক, প্রথিতযশা সাংবাদিক এবং বর্ষীয়ান রাজনীতিক। তার মৃত্যুতে আমরা একজন জাতীয় অবিভাবককে হারিয়েছি এবং ইসলামী আন্দোলন এক মহান প্রাণ পূরুষকে হারিয়েছে। মাওলানা ইউসুফের মৃত্যুতে আমাদের জাতীয় জীবনে যে ক্ষতি হয়েছে তা কখনোই পূরণীয় নয়। তিনি তার কর্মে, বোধ-বিশ্বাস ও চিন্তা-চেতনায় ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠার জন্য আমৃত্যু সংগ্রাম চালিয়ে গেছেন। তার গতিশীল নেতৃত্ব, সৃজনশীল চিন্তা-চেতনায়, ক্ষুরধার লেখনি ও বস্তুনিষ্ঠ গবেষণার মাধ্যমে ইসলামী আন্দোলন নব উদ্যম ও গতিশীলতা পেয়েছে। যা নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস হিসেবে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
তিনি বলেন, সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে জামায়াতের শীর্ষ নেতাদের মানবতাবিরোধী অপরাধর বিচারের নামে প্রহসন করে শীর্ষ নেতাদের পরিকল্পিতভাবে হত্যার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ইতোমধ্যেই শহীদ আব্দুল কাদের মোল্লাকে সম্পূর্ণ অন্যায়, নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করে বাংলাদেশের ইতিহাসে এক কলংকজনক অধ্যায়ের সৃষ্টি করা হয়েছে। সে ধারাবাহিকতায় দক্ষিণ এশিয়ার স্বনামধন্য বর্ষীয়ান রাজনীতিক ও প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা এ কে এম ইউসুফকে কথিত বিচারের নামে কারারুদ্ধ করে তিলে তিলে মৃত্যুর মূখে ঠেলে দেয়া হয়েছে। তিনি গুরতর অসুস্থ হলেও তাকে জামিন দেয়া তো হয়ইনি বরং তাকে চিকিৎসার অধিকার থেকেও বঞ্চিত করা হয়েছে। যা ইতিহাসের পাতায় নির্মম ও নিষ্ঠুর হত্যাকা- হিসেবে উল্লেখিত হবে। তিনি মরহুমের নেক আমলগুলোকে কবুল করে নিয়ে তাকে জান্নাত দান ও শহীদ হিসেবে কবুল করে নিতে মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করেন ও শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। মরহুম মাওলানা এ কে এম ইউসুফের শোককে শক্তিতে পরিণত করে ইসলামী আন্দোলনকে আরও জোরদার করার মাধ্যমে মরহুমের স্বপ্ন বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালনের জন্য ইসলামী আন্দোলনের নেতাকর্মীসহ সকল স্তরের জনগণের প্রতি তিনি আহ্বান জানান।